
প্রকাশিত: Mon, Jun 3, 2024 2:58 PM আপডেট: Tue, May 6, 2025 3:29 PM
বিনয়, প্রেম, সত্য ও জ্ঞান এই সমাজের জন্য নয়
শারফিন শাহ
এই দেশে কেউ আপনার বিনয়াবনত আচরণ আর দুর্বলতা টের পেয়ে গেলে আপনার সঙ্গে এমন আচরণ করবে যে আপনি নিজেকে ‘অন্তঃসারশূন্য জীব’ ভাবতে শুরু করবেন। একবার অফিসিয়াল একটি অনুষ্ঠানে যারা গান গাইতে পারে তাদের তালিকা নেওয়া হলো। আমি সবিনয়ে বলেছিলাম, মোটামুটি গাইতে পারি, যদি সুযোগ পাই তো চেষ্টা করবো। অনুষ্ঠানে একে একে সবাই উড়াধুরা গান গেয়ে সময় শেষ করে দিলো। একদম শেষে আমার গানের অনুরাগী একজন বললো, শারফিন ভাইকে গান গাইতে দিলেন না। এখানে ওর চেয়ে ভালো কে গাইতে পারে? দায়িত্বরত লোকটি বললো, উনি নিজেই তো বললেন ভালো গাইতে পারেন না।
পরে যখন গান গাইলাম তখন সবাই মুগ্ধ। একে একে তিনটি গান শোনাতে হলো। লেখকদের এক আড্ডায় একজন আমার সম্পর্কে ভয়াবহরকম প্রশংসা করে যাচ্ছিলেন। শুনতে ভালোই লাগছিল। আমি আগ বাড়িয়ে একটু বিনয়াবনত হয়ে বললাম, কী যে বলেন, আমি খুব একটা কিছু জানি না। পড়াশোনা খুবই কম। আমার চেয়ে আপনারাই বেশি জানেন। কিছুক্ষণ পর শুরু হলো তার তুবড়িবাজি। তিনি বললেন, শারফিন সাহেব, আপনি হয়তো সক্রেটিসের পলিটিক্স বইটা পড়েননি। এতে তিনি বলেছেন, মানুষ রাজনৈতিক জীব। আমরা আসলে কেউ রাজনীতির বাইরে নই। আমি আর তাকে সবার সামনে অপমান করার জন্য বলিনি সক্রেটিস কোনো বইই লেখেননি। আর রাজনীতি নিয়ে এরকম উক্তিও তার নেই। এক ভদ্রলোক মুখের ওপর বলে যাচ্ছিলেন, আপনি তো বাংলা মিডিয়াম পড়েছেন। আমার ছেলে ইংরেজি মাধ্যমে পড়ে কানাডায় গ্রাজুয়েশন করছে। বাংলায় পড়াশোনা করে কী লাভ বলুন।
আপনিও তো ইংরেজিতে কাঁচা মনে হয়। আমি বললাম, জ্বী। তারপর কোন ব্যাংকে কত টাকা রাখা আছে তা জানান দিলেন। আমি ইংরেজিতেই তাকে প্রশ্ন করলাম, তার কর্মজীবন সম্পর্কে। তিনি কিছুই বুঝলেন না। তারপর বাংলায় বলার পর বুঝলেন আর বললেন, ইংরেজি তো ভালোই বলেন। পাশে থাকা একজন বললেন, শুধু বলেন না লিখেনও। আইইএলটিএস এ ৭ স্কোর পাওয়া। ভদ্রলোক আর কিছু না বলে হা করে তাকিয়ে রইলেন। এই সমাজে বিনয় দেখিয়েছেন তো মরেছেন। বিনয়, প্রেম, সত্য, জ্ঞান এই সমাজের জন্য নয়। ওগুলো শিক্ষিত ও মার্জিত সমাজের জন্য। এখানে সমাজটা ভিতর থেকে পচা। কেউ যদি কারও একটু দুর্বলতা টের পায়, তো তার সর্বনাশ ঘটিয়ে তারপর ক্ষান্ত হয়। আর এজন্যই এখন জ্যাক দেরিদার মতো বলি, ‘ও যধঃব ুড়ঁ নবপধঁংব ুড়ঁ যধঃব সব’। দেরিদা এমনটা বলেছিলেন তার পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে। আমিও মাঝেমধ্যে তার নীতি অনুসরণ করার চেষ্টা করি। লেখক: প্রাবন্ধিক ও গবেষক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
